ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাঁধ নির্মাণ ও নদী খননে অস্থিত্বহীনের শঙ্কায় হাওর (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২২

বাঁধ নির্মাণ এবং নদী খননে বড় ধরনের নীতিগত পরিবর্তন না আনলে এক সময় পুরোপুরি অস্থিত্বহীন হয়ে পরবে  দেশের হাওরগুলো। হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে রাস্তাঘাট নির্মাণ বা কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নও জরুরি বলে মনে করছেন সংশিষ্টরা।

নেত্রকোনার চুনাই হাওর। যেখানে ১০ বছর আগেও ভরা বর্ষায় থাকত ৫০-৬০ ফুট পানি, অথৈ ঢেউ। মিলত বিশাল আকৃতির সব দেশি মাছ। এখন চুনাই হাওড়ে এমনও আছে যেখানে বর্ষায় ১০ ফুট পানিও থাকে না।

বছর ঘুরতে না ঘুরতে পলি জমে অনেক হাওর, বাওর, বিল এরই মাঝে নিশ্চিহ্ন হয়ে গেছে। হারিয়ে গেছে অনেক মাছ, জলজ গাছ। যার পেছনে প্রাকৃতিক দুর্যোগ এবং দীর্ঘ বছরের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করেন পরিবেশবিদরা।

হাওরাঞ্চলবাসীর সমন্বয়ক ড. হালিম দাদ খান বলেন, “আমরা যদি মনে করি যে বাংলাদেশটা রক্ষা হওয়া দরকার, তাহলে হাওরকে রক্ষা করতে হবে। দেশটা গড়েই উঠেছে প্রধানত হাওরের মাধ্যমে পলিবাহিত হয়ে স্তরে স্তরে জমে জমে। কাজেই যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ আর বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে না। কাজেই হাওরকে রক্ষা করতে হবে।”

দেশের ৭ জেলায় হাওড়-বাওড় রয়েছে ১৫৪টি। ২ কোটি মানুষ অধ্যুষিত এসব এলাকায় ৫ থেকে ৬ কোটি মানুষের ধান-চাল এবং মাছের সংস্থান ঘটে। এর বাইরে পাটসহ গবাদিপশুও আছেই। কিন্তু শীতে ওইসব হাওরে মালামাল পরিবহন বা মানুষ চলাচল হয়ে ওঠে মরু পারি দেয়ার সমান।

এসব বাস্তবতায় হাওর উন্নয়নে সরকারের নীতিমালায় বড় পরিবর্তন আসছে।

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাশুক মিয়া বলেন, “৮৫টি নদীর উৎপত্তি যেগুলো হাওর বা জলাভূমি থেকে হয়েছে এগুলো ডেভেলপ করার একটা স্টাডি চলছে। ৭৬টি জলাশয়ের উপর ডিপিপি দেওয়া হবে।”

থাকবে না অপরিকল্পিত রাস্তা বানানোর কোনো সুযোগ।

মো. মাশুক মিয়া বলেন, “এলজিডিসহ বিভিন্ন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো অবস্থায় হাওরের পানিকে বাধাগ্রস্ত করে এমন কোনো রাস্তাঘাট নির্মাণ করা যাবে না।”

হাওরের সম্পদ ব্যবহারে পরামর্শক নিয়োগের চিন্তা-ভাবনা চলছে।

হাওরের উন্নয়ন বলতে শুধুমাত্র রাস্তাঘাট তৈরি করা, আর দালানকোঠার মধ্যেই যেন সীমাবদ্ধ হয়ে উঠছে। যাদের বছরের ৬ মাস পানিতে জীবন কাটে তাদের কর্মসংস্থানের কী ব্যবস্থা অথবা হাওরের আবাসনের কী ব্যবস্থা অথবা জলবায়ু পরিবর্তনেরমুখে হাওরের অস্তিত্ব যে হুমকির মুখে তার সমাধান কী? এই প্রশ্নগুলোর উত্তরগুলো এতো বছরেও কেউ সুনির্দিষ্টভাবে দিচ্ছেন না। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি