ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিক্রি শুরু হয়েছে আ.লীগের মনোনয়ন ফরম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৬, ৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিসে মনোনয়ন বিক্রি শুরু হয়।
দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের তদারকিতে আট বিভাগের আটটি বুথে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান অনুষ্ঠিত হচ্ছে। আগে থেকেই দলের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়।

উল্লেখ্য, এবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। নতুন নির্বাচনী অফিসের খোলা মাঠে আট বিভাগের জন্য টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে আটটি বুথ করা হয়েছে। সকাল থেকেই যেখানে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি