ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ভারতীয় পাইলট আটকের ভিডিও প্রচার, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১০ মে ২০২৫

Ekushey Television Ltd.

গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান কর্তৃক ভারতীয় পাইলট বন্দী করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে কোনো ভারতীয় পাইলটকে পাকিস্তান কর্তৃক বন্দী বা আটকের ঘটনা নয় বরং, ভিডিওটি গত ৬ ফেব্রুয়ারি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলার কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি দুই আসনের মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত এক পাইলটকে উদ্ধারের সময় ধারণ করা হয়েছিল।

এই বিষয়ে ভারতীয় টেলিভিশন নিউজ চ্যানেল আজতক এর ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি রিলস আকারে #MadhyaPradesh #Shivpuri #IndianAirForce হ্যাশট্যাগ যুক্ত প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন বলা হয়, “মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বারেটা সানি গ্রামের নিকটে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান (মিরাজ-২০০০) ভেঙে পড়ার আরেকটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই বিমান দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও, পাইলট তার বিচক্ষণতার কারণে বেঁচে গেছেন। দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা কীভাবে পাইলটকে সাহায্য করেছেন এই ভিডিওতে দেখুন। মিরাজ-২০০০ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।”

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় বিমান বাহিনীর এক্স অ্যাকাউন্টে গত ৬ ফেব্রুয়ারি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটি থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি নিয়মিত প্রশিক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান মধ্যপ্রদেশের শিবপুরীর (গোয়ালিয়র) কাছাকাছি ভেঙে পড়েছিল। বিমানে থাকা দুজন পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকেও জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলার কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি দুই আসনের মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

সুতরাং, গত ৬ ফেব্রুয়ারির ভারতে প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটকে উদ্ধারের ভিডিওকে সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান কর্তৃক ভারতীয় পাইলট আটকের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি