ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় আজ যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে সাতক্ষীরার শ্যামনগরে। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) এর নেতৃত্ব দিচ্ছেন।
এতে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সভাপতিত্ব করবেন। সমাবেশটি শ্যামনগরের বাস টার্মিনাল চত্বরে এদিন দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজ্জা চৌধুরীর উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
সমাবেশে অংশ নেবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দীন আল-আজাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানি। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও জাতীয় পার্টির বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সম্প্রতি বিকল্পধারায় যোগ দিয়েছেন। তিনি সাতক্ষীরা-৪ আসনে (সাতক্ষীরা-৪, শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) নির্বাচনে লড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি