ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নেত্রকোণায় হত্যা মামলায় একজনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১২, ৮ সেপ্টেম্বর ২০১৭

নেত্রকোণায় পরকীয়ার জের ধরে ১৪ বছর আগে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দিলোয়ার ওরফে দিলু (২৫) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের কাজীম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত পিপি মো. সাইফুল আলম প্রদীপ মামলার নথির বরাত দিয়ে জানান, দুর্গাপুর গ্রামের সম্রাজ আলীর সঙ্গে একই গ্রামের দিলোয়ারের বন্ধুত্ব ছিল। এরই সূত্র ধরে তারা একে ওপরের বাড়িতে আসা-যাওয়া করতেন। এক সময় সম্রাজের স্ত্রী জাহানারা আক্তারে সঙ্গে দিলোয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বন্ধুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন সম্রাজ।

এই ঘটনার জের ধরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সকালে গ্রামের রাস্তায় সম্রাজকে কুপিয়ে হত্যা করেন দিলোয়ার। ঘটনার পরদিন নিহতের মা জুলেখা খাতুন বাদী হয়ে কেন্দুয়া থানায় দিলোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পরের বছর ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি