ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ইবির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আপিলেও অবৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২২ নভেম্বর ২০১৭

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এ আপিল করা হয়েছিল। এর ফলে ওই পরীক্ষার মাধ্যমে দুটি বিভাগে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। তাদের সামনে আর কোনো আইনী জটিলতা আর থাকছে না বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

চলতি বছর এপ্রিলে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতেই আপিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

আপিলে অস্থায়ী প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারক বুধবার মামলার নিষ্পত্তি করে দেন। 

আদালতে ছাত্রছাত্রীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য গত বছরের ৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) দুটি বিভাগে পরীক্ষা হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৬ জানুয়ারি ১০০ শিক্ষার্থী বিভাগ দুটিতে ভর্তি হন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে চলতি বছর ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে ওই পরীক্ষা বাতিল করা হয়।

এর পরপরই এই সিদ্ধান্তের  বৈধতা চ্যালেঞ্জ করে ৮৮ শিক্ষার্থী হাই কোর্টে একটি রিট আবেদন করেন।

জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ মার্চ হাইকোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে।

 কিন্তু এর মধ্যে ১৬ মার্চ এফ ইউনিটের পরীক্ষা নতুন করে নেয় কর্তৃপক্ষ। আর রুলের শুনানি শেষে গত ১৭ এপ্রিল হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসুলেট) ঘোষণা করে। ফলে আগের ১০০ শিক্ষার্থীর ভর্তিই বহাল থাকে।

/ এআর /

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি