ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

খালেদার জামিন অাবেদন: প্রস্তুত দু পক্ষই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আজ আপিল করবেন তিনি। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার একদিন পরই আপিলের প্রস্তুতি নিচ্ছেন খালেদার আইনজীবীরা। অন্যদিকে খালেদার জামিন আটকাতে কড়া প্রস্তুতি নিচ্ছে দুদক।

আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এদিকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের পাশাপাশি বিশেষ আদালতের দেওয়া রায় স্থগিতাদেশও চাইতে পারেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি আমরা হাতে পেয়েছি। আজ মঙ্গলবার উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করবো।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পরই তাকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে কারাবন্দি রয়েছেন। এর ১২ দিন পর আদালত এ মামলার এক হাজার ১৭৪ পৃষ্ঠার রায় প্রকাশ করেন। এদিন খালেদা জিয়াসহ মামলার আসামিদের ও দুদককে রায়ের কপি সরবরাহ করা হয়।

এদিকে দুর্নীতি দমন কমিশনও (দুদক) খালেদার জামিন আবেদন আটকাতে প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। গতকাল রাতে রায়ের কপি হাতে পাওয়ার পরই পুরো রায় পড়ে ফেলেছেন দুদকের আইনজীবীরা।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া যদি আজ জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন, তা হলে তা মোকাবেলার জন্য দুদক প্রস্তুত আছে। আজ মঙ্গলবার সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ কথা বলেন।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি