ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভাসনচরে স্থানান্তরিত হবে ১ লাখ রোহিঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ১৯ মে ২০১৮

বর্ষার পর এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ শাহ কামাল।

আজ শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগকালীন করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ কমিটি গঠন করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি চলতি মাসের মধ্যে জেলা, উপজেলা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট ও বিভিন্ন সংস্থার লোকজনের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করার জন্য বলেন। পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ স্থানের রোহিঙ্গাদের তালিকা তৈরির জন্যও বলা হয়েছে।

 তিনি বলেন, এখন বর্ষা শুরু হওয়ায় রোহিঙ্গাদের স্থানান্তর করা যাবে না। তবে ওই ভাসানচরে ১৬ হাজার একর জমির মধ্যে ১৫ হাজার একরে বাংলাদেশ নৌবাহিনী রোহিঙ্গাদের জন্য বসত তৈরির কাজ করছে। বর্ষার পর এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে নেওয়া হবে।

২০১৭ সালের ১৪ নভেম্বরে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (একনেক) ২ হাজার ৩১২ কোটির বেশি টাকার এক প্রকল্প অনুমোদন করে। ওই প্রকল্পের আওতায় ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সাময়িক আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে। একনেকের অনুমোদিত ওই প্রকল্পের নাম-আশ্রয়ণ-৩। এর আওতায় এক লাখ রোহিঙ্গার জন্য বসত তৈরি করার কাজ চলছে। এর পাশাপাশি ভাসানচরের অবকাঠামোও উন্নত করা হচ্ছে।

গত বছরের আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও অত্যাচারে দেশটির রাখাইন রাজ্য থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন ১১ লাখ ১৭ হাজার বেশি রোহিঙ্গা।

দমকল বাহিনীর উদ্যোগে এই মহড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ শাহ কামাল এবং সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআর/ টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি