ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মায়াবী জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৬ এপ্রিল ২০১৮

জীবন সুন্দর! তবুও জীবন থেকে পালাতে চেষ্টা করি
ছায়া-রোদে ঘুরি
বৃষ্টি-রোদে ঘুরি
কত পথ চলি, ধূলি-ধূসরে ঘুরি
বর্ষা এলে, বৃষ্টির ফোঁটা পড়ে দেহে
বৃষ্টিভেজা দেহে স্বপ্নের জাল বুনি
মনে কৃষ্ণচুড়া ফুঁটে থাকে থরে থরে
মনে মনে ভাবি জীবনের মূল্য কী?
ছুটে যাই বনে
বন্য ফুল ফুঁটে থাকে ডালে ডালে
ছুটে যাই নদীর কিনারে
নদীর জল মনের ভেতর করে খলখল।
কাক ডাকে ভোরে, নিসর্গের ছোঁয়া পড়ে শরীরে
ডাকে পাখি, দৃষ্টিনন্দনে ভরে যায় আঁখি
জীবন হয়ে উঠে মধুময়
মনের প্লাজায় ভেসে ওঠে শ্রাবণ সন্ধ্যা
রাতের গভীরে অশ্রুসিক্ত স্মৃতি
স্মৃতি উঁকি মারে অনির্বিঘ্ন বিশ্রামের ফাঁকে ফাঁকে
পবিত্র আত্মায় সবুজ ঘাস চোখ মেলে তাকায়
নির্দোষ মনের কিনারা ডুবে থাকে শ্যামলিমায়,
রানীহাঁস দিঘীর পথে
চষে বেড়ায় খালে-বিলে
একটু দূরেই বুনোহাঁস পাখনা মেলেই ফুটফুটে সাদা।
দিঘীর পাড়ের ঠাসবুনোট
গাছগাছালি উঁকি মারে জ্যোৎস্না আলোয়,
চিরকাল বেশ এভাবেই চলে জীবন
জীবন সুন্দর! বুকের মধ্যটায় অচেনা জীবন,
ফাঁকে ফাঁকে অজস্র স্মৃতি লুকোচুরি খেলে
অস্পষ্ট স্মৃতিগুলো জীবন থেকে বেরিয়ে যাবার পথ খুঁজে
পালাবো কোথায়? জীবন অতি মায়াময়।

 

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি