ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

শীতের আত্মকথা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১৫:৩২, ৩ ডিসেম্বর ২০২০

শাহাজাদা বসুনিয়া

শাহাজাদা বসুনিয়া

শীতকাল, চারিদিকে এখন খেজুর রসের সুঘ্রাণ
তাকিয়ে দেখি টেরাকোটা পাত্রে টপটপ
করে খেজুর রস পড়ে,
কুয়াশা ঢাকা মুখখানি তুলে উপরে তাকাই
একটা দীর্ঘশ্বাস, বয়সের ভারে
উঠতে পারিনা গাছে,
শৈশবটাই তখন হাসে
শৈশবটাই ভীষণ মনে পড়ে
জমা হয়ে থাকে স্মৃতির বরফ
শুন্যতায় বুকটা হাহাকার করে
জড়বৎ হয়ে চাদর প্যাচিয়ে দাঁড়িয়ে
থাকি আঙিনায়,
একটা প্রত্যাশা রৌদ্র ছায়ার
কুয়াশায় ঢাকা রৌদ্রের আলো
সূর্যের লুকোচুরি খেলা মেঘের আড়ালে
আহ! কি সুন্দর অতীত
ওইসব এখন শিল্পকলা
ওইসব এখন মেঘছায়ার অতীত
ওইসব এখন সোনাঝরা মায়া
ওইসব এখন কালান্তরের দীর্ঘশ্বাস
ওইসব এখন বিদগ্ধ বর্তমান

জীবন এখন অতীতে ঢাকা

জীবন এখন জেনেছে ওই সত্য
জীবন এখন বিশ্বাসভাঙ্গার গল্প
জীবন বড় সুন্দর! জীবন বড় সুন্দর!


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি