ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

কালো দ্রোহ

শাহিদ খান ফরহাদ

প্রকাশিত : ১৩:৩১, ৮ ডিসেম্বর ২০১৯

মহিষের খুলি তোমার নিকট,

কিন্তু

জোড় আমাতেই বুলি বিকট।

বিন্দু

জলে উদিয়া আমাতে আমি,

সিন্ধু

দরিয়ায় ভাসি তোমাতে আমি।

বন্ধু

দরিয়াতে কূলাও মোরে আমি

অন্ধ

নাহি হেরী পথ কালিদহ সাগর।

বন্ধ

মোর হস্ত কূল কাণ্ডারি আমার,

মন্দ

কহিবো পতি, অবহেলা তোমার।

দ্বন্দ্ব

ঘুচিবে ছড়াও তোমার ঐ সৌরভ

স্কন্ধ

করো মোরে ভরে, করো হে ভৈরব।

সন্ধ্যা

পিদিমে ঐ থাকিবে তোমার গৌড়ব।

তুমিই ভূপতি, তোমা বিনে নাহি মোর অস্তিত্ব।

লেখক: মাস্টার্সের শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ,

সিলেট।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি