ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অনেকে ফিরেছে অতিরিক্ত যাত্রী হয়ে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের ছুটির শেষ দিনও রাজধানীর লঞ্চ-ট্রেন-বাস স্টেশন ছিল লোকে-লোকারণ্য। অনেকে ফিরেছে অতিরিক্ত যাত্রী হয়ে। সড়কে যানজট না থাকলেও, সময়মতো আসেনি ট্রেন।

রোববার পুরোদমে চালু হচ্ছে অফিস-আদালত, স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এর আগেই ফিরতে হবে রাজধানীতে। তাই রাতভর রাজধানীর সদরঘাটে দেখা যায় দক্ষিণাঞ্চলের মানুষের ভিড়।

রাত যতো গভীর হয়, ততোই যেন বাড়তে থাকে ঈদফেরত যাত্রীর সংখ্যা। লঞ্চ থেকে নেমে অনেকে পড়ে পরিবহন সঙ্কটে। পায়ে হেঁটেই রওনা হয় গন্তেব্যে।

কমলাপুরেও ছিল চোখে পড়ার মতো ভিড়। তবে সময়মতো পৌঁছতে পারেনি বেশ কয়েকটি ট্রেন।

বাসেও ঢাকা ফিরেছে অনেক মানুষ। অনেকটা স্বাভাবিক ছিল রাস্তাঘাট। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি