কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
প্রকাশিত : ১৫:০৫, ২৪ জানুয়ারি ২০২৬
গাজীপুরের কাপাসিয়ায় মাংস বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে।
গেল মধ্যরাতে কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের মাশক এলাকায় পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে ৮টি জবাই করা ঘোড়া ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। এসময় চক্রের মূল হোতারা পালিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, গেল মধ্যরাতে এক ঘোড়া ব্যবসায়ী ও তার সহযোগীরা বেশ কিছু ঘোড়া নিয়ে ওই খামারে রাখে। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ
আরও পড়ুন










