ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর এলাকায় কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১ জনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা দিকে তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

জানা যায়, বরিশালগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ব্রিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ ৩ জন মারা যান। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে ৩ জনের লাশ ও ১ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ বেড সদর হাসপাতালে পাঠিয়েছে। 

দুর্ঘটনার পরপরই টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। ফলে বরিশালমুখি গাড়িগুলো মাদারীপুরের মস্তফাপুর থেকে মাদারীপুর শহরের মাদারীপুর-বরিশাল বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে। অপরদিকে বরিশাল থেকে ছেড়ে আসা গাড়ি একই সড়ক ব্যবহার করে চলাচল করছে। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি