ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন জাহেদ উর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

চলমান রাজনৈতিক আবহে ব্যক্তিজীবন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান। অবশেষে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, স্ত্রী আনা নাসরিনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি সামাজিক মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানাবেন না। 

তার ভাষায়, “ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলা অরুচিকর। আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে—এমন দাবি মিথ্যা। ব্ল্যাকমেইল করার মতো কোনো দুর্বলতা আমার নেই।”

পোস্টে জাহেদ উর রহমান লেখেন, ‘আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন, এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেবো না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।’

তিনি আরও লেখেন, ‘আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে - এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।’

রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর আমি আমার স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছি যা সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয়; দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা। তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাথে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই।’

সব শেষে তিনি লেখেন, ‘আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি