ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে হাসপাতালে এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:১৪, ২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম যাদু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, রংপুর সফররত এরশাদ সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন। সেখানে অসুস্থতা অনুভব করলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে সমস্যা জটিল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি