আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম
প্রকাশিত : ১৮:১৮, ২৯ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তিনি তা জমা দেননি।
এ বিষয়ে মাহফুজ আলম একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে ছিলেন। এ কারণে তিনি সরকার থেকে সরে যেতে চাননি। তবে সরকারের মতে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে গেছেন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তার আগেই নেওয়া ছিল।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাহফুজ আলমের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই কেউ আবেগপ্রবণ হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ফলে মাহফুজ আলম ওই মনোনয়ন ফরম জমা দেবেন না এবং এবারের নির্বাচনেও অংশ নেবেন না।
উল্লেখ্য, রামগঞ্জ এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের সরে দাঁড়ানোর ফলে এনসিপির হয়ে তার ভাই মাহবুব আলমের নির্বাচনী লড়াই আরও স্পষ্ট হলো। তবে এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা থাকায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
এমআর//
আরও পড়ুন










