ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ.লীগ নেতারা দুর্নীতি করে না : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৯, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ নেতারা অন্যদের মতো দুর্নীতি করে না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টাকার অভাবে ক্ষমতাসীন দলটির অনেক নেতাই তার সন্তানদের বিয়ে দিতে পারছেন না। আবার অনেকেই ছেলে-মেয়ের লেখা-পড়ার খরচ যোগাতে পারছেন না। 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ রোববার প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করে না দাবি করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতারা অন্যদের মতো দুর্নীতি করে না। তাই তাদের সন্তানদের ভালো স্কুলে পড়ালেখা করাতে পারেন না। এমনকি টাকার অভাবে অনেকে সন্তানদের বিয়েও দিতে পারে না।

ছায়েদুল হকের অবদানের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় গেলে আমরা অনেকে অনেক সম্পদ গড়ে তুলি। কিন্তু ওনার মধ্যে এ ধরণের প্রবণতা ছিল না। তিনি টিনের ঘরে থাকতেন। ওনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী ছিলেন। ওনার মৃতুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পূরণ হবে না।

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি