একাধিক পদে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরির সুযোগ
প্রকাশিত : ১৮:৫৩, ৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:০৩, ৮ এপ্রিল ২০১৮
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ পদে ১২ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) সিস্টেম এনলিস্ট-০১ টি
২) ডটাবেজ এডমিনিস্ট্রেটর-০২ টি
৩) সহকারী সিস্টেম এনালিস্ট-০১ টি
৪) সহকারী ডাটাবেজ এডমিনিস্ট্রেটর-০২ টি
৫)সিস্টেম ইঞ্জিনিয়ার (হার্ড ও নেট)-০১ টি
৬) প্রোগ্রামার-০১ টি
৭) সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার (হার্ড ও নেট)-০১ টি
৮) সহকারী প্রোগ্রামার-০২ টি
৯) কনসালটেন্ট (বন ও ইকোসিস্টেম)-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.pallisanchaybank.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএইচ/ টিকে
আরও পড়ুন










