ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

২০২৬ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বরকতময় মাস রমজান। এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি মুসলমান। তাই ২০২৬ সালে রমজান মাস কবে শুরু হবে তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা।

গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। সাধারণত ২৯ শাবান সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে এই সিদ্ধান্ত নেয়। 

যদিও জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত পূর্বাভাসে একটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়, তবুও ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার পরই তা নিশ্চিত করা হয়।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে। চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি