ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫

হট্টগোলের পর শপথ নিলেন চাকসু ছাত্রপ্রতিনিধিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

হট্টগোলের শেষে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের  নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

তবে শপথ পাঠ শুরুর সময়ে হঠাৎ করেই হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। এর আগে চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ফেইসবুকে ভোটারদের ‘ভেড়ারপাল’ বলে বিরূপ মন্তব্য করায় বেশকিছু নির্বাচিত হল সংসদের প্রতিনিধি তার উপস্থিতিতে শপথ নিতে অসম্মতি জানায়। তবে কিছু সময় পর হট্টগোল থেমে যায় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। 

কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।

উল্লেখ্য,গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয় চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। এতে ভিপি নির্বাচিত হয় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’প্যানেলের ইব্রাহিম হোসেন রনি, একই প্যানেল থেকে জিএস নির্বাচিত হয় সাঈদ বিন হাবিব ও এজিএস নির্বাচিত হয় ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক। এ ছাড়া ২৬টি পদের মধ্যে ২৪টি পদে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হয়ে শপথ গ্রহণ করেন। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি