ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এতে খালেদার শেষ রক্ষা হবে না: আব্দুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পদ নিয়ে বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিস পাঠানোর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, এতেও ‘শেষ রক্ষা’ হবে না। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ডাক যোগে প্রধানমন্ত্রীকে ওই নোটিস পাঠিয়েছেন বলে বুধবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানোর কয়েকঘণ্টার মধ্যে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নোটিস প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, চোরের মায়ের বড়গলা, এতেও বেগম খালেদার শেষ রক্ষা হবে না।

দুর্নীতি মামলায় বাংলাদেশে বিচারের মুখে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ সৌদি আরবে রয়েছে বলে বিদেশি এক প্রতিবেদনের বরাত দিয়ে দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে এ প্রসঙ্গে বলতে গিয়ে, খালেদার সম্পদের ওই খবর কেন শুধু দুটি সংবাদপত্র ও দুটি টেলিভিশনে প্রকাশ করা হল, কেন অন্য সংবাদমাধ্যমগুলো তা প্রকাশ ও প্রচার করল না- সেই প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কথার সমালোচনা করে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসে জানান, বিদেশে সম্পদ নিয়ে বক্তব্যের জন্য আইনজীবীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের ঠিকানায় উকিল নোটিস পাঠিয়েছেন তার নেত্রী।

নোটিসে ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইতে চাওয়ার শর্ত দিয়ে বলা হয়, তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থাও করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে ক্ষতিপূরণ আদায় করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের ভাষ্য, উকিল নোটিস শেখ হাসিনাকে নয়, সৌদি রাজ পরিবারের কাছে পাঠাতে হবে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি