ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এবার আজিজ মোহাম্মদ ভাইয়ের ছোট ভাইয়ের ফ্ল্যাটে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:৩৮, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বিতর্কিত ও আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযানের পর তার ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার রাত সাড়ে ৭টার দিকে গুলশান-২-এ আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন ৫৭ নম্বর রোডের ভবনের দুই তলার ফ্ল্যাটে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।

তিনি বলেন, আমরা আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান শেষে তার ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছি। অভিযানের প্রাথমিক পর্যায়ে আমরা বেশ কিছু বিদেশি মদের বোতল পেয়েছি। এখন ফ্ল্যাটির প্রতিটি রুমে তল্লাশি করে দেখছি।

ফজলুর রহমান আরও বলেন, তথ্য মতে রাজা মোহাম্মদ ভাই মারা গেছেন। তার স্ত্রী এই বাসায় থাকেন। তবে অভিযান শুরু করার সময় সেখানে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে ভবনের ছাদে যে ক্যাসিনো ও মিনি বার পাওয়া গেছে, তার সঙ্গে এই বাসার লোকজনের সংশ্লিষ্টতা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি