ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কারওয়ানবাজারে বস্তিতে আগুন

প্রকাশিত : ১৩:০৪, ৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কারওয়ানবাজার রেলগেট সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ রোববার দুপুর ১২টা ১০মিনিটে দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটে কারওয়ানবাজারস্থ দীপ্ত টেলিভিশনের বিপরীতে গোডাউনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রতন কুমারের নেতৃত্বে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট ফায়ার স্টেশন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি