ঢাকা, রবিবার   ০৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার ছবি এআই নির্মিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এসব ছবির কোনোটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তা তৈরি করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হচ্ছে— এমন দাবিতে ছবিগুলো প্রচার হচ্ছে। 

সেখানে দেখা যায়, স্ট্রেচারে শায়িত অবস্থায় তাকে একটি ছোট হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালেই ভর্তি রয়েছেন। 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এগুলো কোনো বাস্তব দৃশ্যের ছবি নয়। প্রকাশিত ছবিগুলো সম্পূর্ণ এআই-নির্মিত।

দেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নজরে রেখে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি