ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এরফলে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।
সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা দায়ের করে দুদক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি