ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৩০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’ শোকবার্তায় তাঁর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলা হয়, ‘বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব ছিল অগ্রণী।’

এদিকে এক শোকবার্তায় বাংলাদেশে ফ্রান্স দূতাবাস জানায়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স গভীর শোক প্রকাশ করছে।’ শোকবার্তায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলা হয়, তিনি বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তাঁর পরিবার, রাজনৈতিক দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।

এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কানাডা। ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশন এক শোকবার্তায় মরহুমার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছে, এই কঠিন সময়ে তাঁর পরিবার শোক সইবার শক্তি ও ধৈর্য লাভ করবে—এমন প্রত্যাশা কানাডার।

অন্যদিকে, অস্ট্রেলিয়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশন এক শোকবার্তায় জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি