রিজভীর অভিযোগ
গাড়িবহরে হামলার নেপথ্যে ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৫:৩২, ২৯ অক্টোবর ২০১৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নেপথ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসনের সড়ক পথে কক্সবাজার রওনা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন তোলার বিষয়ে রিজভী বলেন, সড়ক পথ সবচেয়ে নিরাপদ পথ। সড়ক পথে ওবায়দুল কাদের সাহেবরা যান না? তাঁর নেত্রী যান না? হাজার হাজার দৃষ্টান্ত আছে। আজকে এই কথা আসে কেন?
প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসেন, তখন জোরজবরদস্তি করে স্কুল-কলেজ ছুটি দিয়ে; রাস্তাঘাট বন্ধ করে ভোগান্তি তৈরি করেন। তখন তো আওয়ামী লীগ বুদ্ধিজীবীরা কিছু বলেন না। তিনি বলেন, পথ দিয়েই মানুষ যায়। খাল-বিল দিয়ে তো মানুষ যায় না। সড়ক পথ দিয়ে তিনি (খালেদা জিয়া) যাবেন এটাই তো স্বাভাবিক। এগুলো বিভ্রান্তি ছড়ানোর উপায় ছাড়া কিছু নয়।
আওয়ামী লীগকে ‘গভীর ষড়যন্ত্রকারী’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘জনদৃষ্টিকে অন্য দিকে সরানোর জন্য এসব (সড়ক পথ) কথা বলা হচ্ছে। এটা একেবারেই বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক এবং এরা হচ্ছে গভীর ষড়যন্ত্রকারী। গোটা দেশকে তারা ভয়ংকর ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে।
রুহুল কবির রিজভী করেন, সরকার বর্তমানে পুরোপুরি জনবিচ্ছিন্ন হওয়ার কারণে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ভালো ও মন্দের মধ্যে তফাত অনুধাবন করতে পারছে না। ফলে সন্ত্রাস সৃষ্টিকেই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ভালো উপায় হিসেবে গণ্য করছে। গতকাল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে ইতিহাসে আওয়ামী লীগ আবারও গণধিকৃত রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হলো।
/ এআর /
আরও পড়ুন