ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ১১:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম মো. কামালের (২৮)। তার বাড়ি কুমিল্লায়।

মঙ্গলবার রাত ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক।

নিহত কামালের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে এবং এ অভিযোগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি বলছেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক দ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি