ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চকবাজারের ইফতার বিক্রেতাদের জরিমানা [ভিডিও]  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি ও খাবার বিক্রির দায়ে রাজধানীর চকবাজার ও উত্তরার নয়টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও অসযোগিতার দায়ে, দুই জনকে দেয়া হয় তিন মাস জেল।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে চকবাজারের নামীদামি ইফতারির দোকানে হাজির হয় পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

বিভিন্ন আইটেমে ভেজাল, বাসি খাবার বিক্রি, পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান ম্যাজিস্ট্রেট। আমানিয়া হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় একলাখ দুই হাজার টাকা।

আদালতের কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে এক জনকে দেয়া হয় তিনমাস জেল।  

উত্তরায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশের কারণে নিউ খাজানা রেস্টুরেন্টকে জরিমানা করা হয় দেড় লাখ টাকা। 

নষ্ট খাবার ও মেয়াদোত্তীর্ণ মসলা রাখায়, হাংরি ডাককে আট লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে তিন মাসের জেল দেয়া হয়।  

নোংরা পরিবেশ ও পচা মিষ্টি রাখায় আলী বাবা সুইটসকে গুণতে হয়েছে দেড় লাখ টাকা।

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হিমালয় রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভিডিও:   

এসি 

  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি