ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫

চেন্নাইতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার ছবি প্রচার, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২১ মে ২০২৫ | আপডেট: ১৩:২৮, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারতীয় সরকারের নিরাপত্তায় শেখ হাসিনার চিকিৎসার জন্যে যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। আলোচিত ভিডিওটি তিনি নিউইয়র্কে পৌঁছালে ধারণ করা হয়।

উল্লেখ্য, পূর্বেও আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি