ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫

এনসিপি ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল: মান্না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারকে ‘পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে তিনি দাবি করেন, এনসিপি এই ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল।

বুধবার (২১ মে) দুপুরে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “আমরা যে আলাদা আলাদা রাজনৈতিক দল করছি, আমরা একটা জোট করছি, আমরা কার বিরুদ্ধে লড়ছি। সবাই প্রতিদিন বলছেন, আমরা এই সরকারকে সমর্থন করি, সমর্থন করলে এতো বক্তৃতা করছেন কেন? পুরোপুরি সমর্থন করি না, করতে পারছি না, সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক (স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা) গতকাল থেকে চালু হয়েছে, হুলুস্থুল ব্যাপার, ৪ হাজার, ৬ হাজার টাকা যারা পারবেন, দেবেন।

দেশে স্টারলিংকের মতো প্রযুক্তি না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, তার মানে এটা ওদের দখলে গেছে।

মান্না বলেন, আমি জানতে চাই, ওরা (স্টারলিংক) এটা চালাতে চালাতে পুরো প্রযুক্তি আমাদের কি দেবে, আমাদের কি শেখাবে আমরা নিজেরা যাতে এরকম খুবিই উঁচু মানের সাইবার ব্যবস্থা চালাতে পারি? সেরকম করে কি তারা আমাদের শেখাবে আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি, সরকার তো এ নিয়ে কিছু বলেনি। তাহলে এরা (স্টারলিংক) আমাদের সম্পূর্ণ সাইবার ব্যবস্থার ওপরে নিয়ন্ত্রণ রেখে চলতে পারবে, এটা তো মানা যায় না।

একই সঙ্গে মিয়ারমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডোর’ দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের প্রধান।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। ‘কালের দাবি প্র্কশনা’ ১০৪ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে, যার দাম রাখা হয়েছে দেড়শ টাকা।

‘পাক্ষিক কালের দাবি’ পত্রিকার সম্পাদক বহ্ণিশিখা জামালীর সভাপতিত্বে ও পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আকবর খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কবি মোহন রায়হান, সাংবাদিক মোস্তফা কামাল মজমুদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি