ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫

শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেই সিরিজ ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল।

অবশেষে সব শঙ্কা দূর করে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের পরিবর্তে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২১ মে) সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।

নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ মে, দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং শেষ ম্যাচটি হবে ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রথমে ২৫ মে ফয়সালাবাদে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পিএসএলের ফাইনাল পিছিয়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। এখন ২৫ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের স্থগিত আসরের ফাইনাল। এরপর মাত্র দুই দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ভারত-পাকিস্তান উত্তেজনায় বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফর নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। কিন্তু দুই দেশের সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সিরিজটি বাস্তবায়নের পথ সুগম হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি