ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

জনশক্তি রপ্তানী সিন্ডিকেটের মূলহোতা স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:২০, ২০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিন্ডিকেটের মূলহোতা রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ-সংক্রান্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, রুহুল আমিন স্বপন মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের সিন্ডিকেট পরিচালনা করে সাড়ে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। অবৈধ অর্থের মাধ্যমে ঢাকার উত্তরা, বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছে। 

এই সম্পদের মধ্যে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানভিত্তিক ৭টি দলিলভুক্ত জমির মোট পরিমাণ ২৩১ কাঠা, যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। উক্ত জমিসহ অন্যান্য অবকাঠামোর মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

সিআইডি জানায়, রুহুল আমিন (স্বপন) এই সম্পত্তির মাধ্যমে জঘন্য মানিলন্ডারিংয়ের অপরাধ করেছে এবং দেশে-বিদেশে এই অবৈধ অর্থ পরিচালনা করে সাধারণ মানুষকে ফাঁকি দিয়েছে।

সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ঢাকার ঢাকার অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ জারি করেছেন।

সিআইডি আরও জানিয়েছে, রুহুল আমিনের সিন্ডিকেটের অপর সদস্যদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। মানিলন্ডারিং আইন ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সকলকে দৃষ্টান্তমূলকভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি