ঢাকা, সোমবার   ১১ আগস্ট ২০২৫

জয়া জানালেন, প্রেম করছেন, বললেন প্রেমিকের কথাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও কলকাতার দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সম্প্রতি প্রচারের ব্যস্ততার মাঝেই কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস–কে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেছেন জয়া—যেখানে প্রথমবারের মতো সম্পর্কের কথা বিস্তারিত জানালেন তিনি।

প্রশ্ন ছিল—জীবনে বিশেষ কেউ আছেন কি না। জয়া বিনা দ্বিধায় বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না।’ যদিও নাম প্রকাশ করেননি, তবে জানিয়েছেন তাঁর বিশেষ মানুষ চলচ্চিত্রজগতের কেউ নন। সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে, যা আজ বহু বছরের সঙ্গীতায় পরিণত হয়েছে।

জয়ার ভাষায়, ‘সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি অভিনয়ের কারণে প্রায়ই ভ্রমণে থাকি, কলকাতায় এসে কাজ করি—কিছুই মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার।’ তিনি ও তাঁর সঙ্গী দুজনই খুব ব্যক্তিগত পরিসরে থাকতে পছন্দ করেন।

প্রিয় মানুষের কোন গুণটি সবচেয়ে ভালো লাগে? উত্তরে জয়া বলেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন যোগ করেন, ‘আপনিও তো শান্ত।’ জয়া হেসে জবাব দেন, ‘হ্যাঁ, সে জন্যই হয়তো পছন্দ করেছি।’

বিয়ের প্রসঙ্গে জয়া স্পষ্ট করে জানান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। ‘বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি,’ বলেন তিনি। কেন এই দ্বিধা? জয়া স্বীকার করেন, ‘আমার আসলে একটা ভয় কাজ করে। হতে পারে সেটা অতীত সম্পর্কের তিক্ততার কারণে।’

বর্তমানে জয়া আরও কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় আছেন। যদিও প্রকল্পগুলো নিয়ে এখনই কিছু জানাতে চান না, তবু তাঁর ভক্তরা জানেন—স্ক্রিনে কিংবা স্ক্রিনের বাইরে, জয়া সবসময়ই চমক দিয়ে থাকেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি