জুলাইয়ে উড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন মুত্তাকিন
প্রকাশিত : ০৮:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই-২৪ ভাইরাল হওয়া সেই জাতীয় পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন।
শনিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পতাকাটি হস্তান্তর করেন মুত্তাকিন।
এ সময় তাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা।
ছাত্র-জনতার আন্দোলনকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়ান ছাত্রদল কর্মী মুত্তাকিন। এরপরই ভাইরাল হয় সেই ছবি। কাজলা ফ্লাইওভারে উড়ানো সেই পতাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










