ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘জোটের নামে আঁতাত প্রতিহত করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৭, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নতুন রাজনৈতিক দল বা জোটের নামে কেউ স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে আঁতাত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় আমু এই মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল তেমনিভাবে এখন সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। মন্ত্রী দলের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আমির হোসেন আমু বলেন, রাজনৈতিক দল গঠন গণতান্ত্রিক শক্তির বিকাশে সহায়ক হোক, এটা আমরা কামনা করব। কিন্তু কোনো জোট বা কোনো দল যদি সেই অপশক্তির সঙ্গে আঁতাত করে এই দেশের কোনো ক্ষতি করতে চায়, স্বাধীনতা ও সার্বভৌত্বের বিরুদ্ধে আঘাত হানতে চায়, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, অবশ্যই তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি