ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নাতনিকে নিয়ে এবার খালেদার ঈদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

অনেক বছর পর এবার প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে নাতনি জাফিয়া রহমানের সঙ্গে গুলশানের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।  

মা সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও ছোট বোন লন্ডনে চলে গেলেও দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় রয়ে গেছেন জাফিয়া।

গত ২৪ জুন হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হলে শাশুড়িকে দেখতে দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে লন্ডন থেকে ঢাকায় আসেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। ছোট মেয়েকে নিয়ে গত ৩ জুলাই ঢাকা ছাড়েন শর্মিলা রহমান।
অসুস্থ হলেও ঈদের দিন গুলশানের বাসায় যাবেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম।

তিনি বলেন, “আমি ও আমার স্বামী অসুস্থ। এ কারণে গত কয়েকদিন তাকে (খালেদা জিয়া) দেখতে যেতে পারিনি। সুস্থ থাকলে ঈদের দিন তাকে দেখতে যাব। এবার নাতনি আছে। তার সঙ্গে ঈদ করবেন তিনি। ঈদের দিন পারলে আমিও কিছু রান্না করে নিয়ে যাব “

খালেদা জিয়ার নামে কোরবানি দিতে একটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 তিনি বলেন, “ম্যাডাম এবার একটি গরু ও দুটি খাসি কোরবানি দিচ্ছেন। কোরবানির পশু জবাই হওয়ার পর মাংসের কিছু অংশ তার বাসভবনে স্টাফদের জন্য রেখে বাকিটা কয়েকটি এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে।”

সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর প্রতি ঈদে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এবারের ঈদে দলীয় নেতারা দেখা করতে যাবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি