ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা: খাদ্যমন্ত্রী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি জামায়াত এ মাসেই দেশে আগুন সন্ত্রাস শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।  

বুধবার বিকেলে তিনি সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ কামাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ শেষে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। তাদের এই যড়যন্ত্র দেশের জনগণকে নিয়ে মোকাবেলা করবে আওয়ামীলীগ। সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচনে না এলে তারা দেশ থেকে চিরতরে বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। খেলায় টোটালিয়া পাড়াকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মধ্যপাড়া।     

খেলা শেষে মন্ত্রী শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া এলাকায় ওশান ড্রিংকিং ওয়াটার কারখানারও উদ্বোধন করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন, ওশান ড্রিংকিং ওয়াটারের মালিক লায়ন সাব্বির মাহমুদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি