নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কী করবে মানুষ বুঝে গেছে: তারেক রহমান
প্রকাশিত : ১৫:১৬, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে তারা। নির্বাচনের পরে তারা কী করবে সবাই বুঝে গেছে।
বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘কিছুদিন দেখছি, দেশের কোনও কোনও মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।’
সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আপনাদের ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি। ২৪-এর গণ আন্দোলনে, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে। ১৩টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই-বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রী মহল এর ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’
এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এসব প্রতিহত করতে পারে। পারবেন না আপনারা প্রতিহত করতে? ইনশাল্লাহ।’
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম (সা.)-এর মতো ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি।’
বেকারদের কর্মসংস্থান ও কৃষির উন্নয়নের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘মা-বোনদের আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে খাল খনন করা হবে। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে এই সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করলো বিএনপি। এ উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়। বুধবার রাত থেকেই মাঠে নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা সভাস্থলে অবস্থান করছেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১১টায় জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। ২১ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এএইচ
আরও পড়ুন










