ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পানি পান নিয়ে আইনমন্ত্রীর রসিকতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:১৭, ২৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন আইন পাসের সময় কথা বলতে বলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হল আইনমন্ত্রী আনিসুল হককে। এই সময়েও রসিকতা করলেন তিনি। 

সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাস হয়। বিল পাসের সময় জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি ও গণফোরামের সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী।

বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবে বিরোধী সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন।
জবাব দিতে উঠে আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন আনিসুল হক। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, “আমাকে পানি খেতে হবে।”

এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।

স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে আনিসুল হক বলেন, “অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।” এসময় সংসদ কক্ষে হাসির রোল ওঠে।

পরে মন্ত্রী আবার বলেন, “আমি আগেই বলেছি, এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।”

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি