ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ব্লক রেইড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৫১, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তিন ঘণ্টাব্যাপী ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান খান বলেছেন ‘কাঁলাচাদপুর, বসুন্ধরা, নতুন বাজার পুরো এলাকা আমরা একটা `কম্বিং অপরারেশন` করলাম। এটাকে নাম দিই আমরা ব্লক রেইড। এটা আমাদের চলমান কার্যক্রমের একটা অংশ’।

এর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন ‘এর উদ্দেশ্য হচ্ছে জনজীবনকে নির্বিঘ্ন করা, জনজীবনকে নিরাপদ করা’।

এই এলাকায় নর্থসাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাস এবং এখানে শনিবার ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়েছে। ছাত্রদের অনেকে এই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে।

তবে পুলিশ বলছে, তাদের অভিযানের সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের কোনও সম্পর্ক নেই।

ডিএমপি মুখপাত্র মাসুদুর রহমান বিবিসি জানিয়েছেন, এটি একটি ব্লক রেইড, এবং অপরাধী ধরার জন্য এ ধরণের অভিযান তারা প্রায়ই চালিয়ে থাকেন। বসুন্ধরার অভিযানটিও অপরাধী ধরার জন্যই চালানো হচ্ছে বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি