ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন সেলিমা-টুকু

প্রকাশিত : ১৪:২৪, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটিতে দীর্ঘদিন থেকে শূন্য থাকা দুই পদে নতুন মুখকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

দলের দুই ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকুকে শূন্যপদে অন্তর্ভূক্ত করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত সবশেষ সম্মেলনে স্থায়ী কমিটিতে কয়েকটি পদ খালি রাখা হয়। এর মধ্যে দুটি পদে তাদের অন্তর্ভূক্ত করা হয়েছে। ক্রমান্বয়ে বাকিগুলোও পূরণ করা হবে বলে জানান তিনি।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক শাহিদা রফিক, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, বিএনপি অফিসের কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি