ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বুধবার ঢাকার যে সব এলাকায় গ্যাস সরবারাহ বন্ধ থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার কয়েকটি স্থানে আগামীকাল বুধবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে টাই-ইন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।  তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর-১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও তদসংলগ্ন এলাকায় আবাসিক, বণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস পাবে না ঢাকার উল্লিখিত এলাকার গ্রাহকরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি