ঢাকা, বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫

মায়ের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৩১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আজ সকালে শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে গুলশানস্থ বাসায়। মায়ের পাশে বসে কুরআন পড়েছেন ছেলে তারেক রহমান। এ সময় তাঁর পাশে দেখা গেছে মেয়ে জাইমা রহমানকেও। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তারেক রহমানের গুলশানের বাসভবনে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়।

গুলশানের বাসভবনে স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখানে তারেক রহমানের পাশে মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের নেতাদেরও দেখা যায়।

বুধবার সকাল ৯টার একটু আগে লাল-সবুজের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে বের করা হয় তাঁর মরদেহ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি