ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

মুমিনের মর্যাদা নিয়ে যা বললেন আজহারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ২৯ নভেম্বর ২০২৪

মহান আল্লাহর কাছে মুমিনের মর্যাদা কাবার চেয়েও বেশি বলে জানিয়েছেন  ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন তিনি।

আজহারী লেখেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ও জমিনের মাঝে বসবাসকারী সকলে একত্রে মিলেও যদি একজন মুমিনকে হত্যা করার কাজে শরিক থাকে, তাহলে মহান আল্লাহ তাদের সকলকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (তিরমিজি: ১৩৯৮)

এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের জানাজার ছবি পোস্ট করে তিনি লেখেন, লাখো মুসলিমের পরম দোয়া ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় আপনার নাজরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়—আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।

গত ২৬ নভেম্বর তিনি লেখেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ!

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি