ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রক্ত দিলেই ১ কেজি পেঁয়াজ! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পেঁয়াজের দাম শুধু আমাদের দেশেই বাড়েনি, ভারতেও বেড়েছে। ভারতের বাজারের কোথাও ১৫০ টাকা কোথাও আবার ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ অবস্থায় কলকাতার একটি শিবির রক্তদানের উপহার হিসেবে দিচ্ছে ১ কেজি পেঁয়াজ।

কলকাতার সুরাটের ওম সাই জলারাম নগরে প্রতিবছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। শিবিরের প্রধান আকর্ষণ ছিল ‘রক্ত দাও পেঁয়াজ নাও’। এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভরে ওঠে রক্তদান শিবির। সকাল এগারোটা থেকে শুরু হয়ে যায় এই শিবির। মোট ১২৬ ইউনিক রক্ত সংগ্রহ করা হয়। অবশ্য শেষের দিকে কয়েকজন এতে আপত্তি জানালে বন্ধ করে দেওয়া হয় এই শিবির।

এই উপহার নিয়ে মোটেই অপরাধবোধে ভুগছেন না রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা। তিনি বলেছেন, ‘রক্তের মতোই এখন দামি হয়ে উঠেছে পেঁয়াজ। পেঁয়াজের দাম এখন মধ্যবিত্তের চোখে জল এনে দিয়েছে। সুতরাং রক্তদান সচেতনাতার পাশাপাশি এটি এক রকমের প্রতিবাদও।’

এছাড়া গতকাল রোববার (৮ ডিসেম্বর) কলকাতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচারে যারা নেমেছিল তাদেরও পুরস্কার দেওয়া হয়েছিল ১ কেজি পেঁয়াজ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি