রাজউকের অভিযানে দুটি ভবনের একাংশ ভাঙা হল
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৯:২৮, ২১ আগস্ট ২০২৩
 
				
					রাজউকের অভিযানে নকশা বহির্ভূত নির্মাণ করায় দুটি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে; আরো দুটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে ৪ লাখ টাকা।
রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় এ অভিযানে, অবৈধভাবে সড়ক দখল করে নির্মাণ করার অভিযোগে নির্মাণাধীন দুটি ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। পাশাপাশি আরো দুটি ভবন মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে রাজউক। 
এসবি/ 
 
আরও পড়ুন
 
				        
				    






























































