ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীতে ট্রাকচাপায় নারী নিহত

প্রকাশিত : ০৮:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডায় ট্রাকের চাপায় জিন্না (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত ১১টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিন্না ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। তবে এ সময় ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি