ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যত নিশ্চিত করেছেন।

এসআই আমিনুল ইসলাম জানান, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেন ধাক্কায় আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে রাস্তায় নিয়ে আসে। পরে পুলিশ সংবাদ পেয়ে রাস্তা থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ  মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি